দীর্ঘ লাইনে ভোটাররা

নিজস্ব প্রতিবেদক: শীতের কুয়াশা ভেঙে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গেছেন ভোটাররা। নারী পুরুষ সমানভাবে ভোট দিতে এসেছেন।
সিলেটের ৬টি আসনে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রোববার (৩০ ডিসেম্বর ) বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সকাল ৯ টায় সারদা হল কেন্দ্রে পরিদর্শন করে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সাংবাদিকদের বলেন শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। তারা ভোটের পরিবেশ খুব ভালো বলে মন্তব্য করেন।
সিলেটের রিটার্নিং অফিসার কাজী এমদাদুল হক জানান, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা রোধে ব্যবস্থা নিবে।
সকাল থেকে র্যাব পুলিশ সেনাবাহিনী টহল দিচ্ছে।