শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অভিনন্দন
প্রকাশিত : ০১ জানুয়ারি, ২০১৯
আপডেট : ২ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আল-হারামাইন গ্রপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর আল-হারামাইন হসপিটালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক লি: এর পরিচালক মোহাম্মদ জাহেদ ইকবাল,্ সিলেট চৌহাট্টা ব্রাঞ্চের ম্যানেজার প্রশান্ত কুমার সিনহা, লালদিঘী ব্রাঞ্চের ম্যানেজার পীযুষ কুমার সরকার,মোস্তাফিজুর রহমানসহ হসপিটালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।