শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাত
প্রকাশিত : ২২ মে, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক: এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কুদ্দুছ সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় কলেজের অর্থনীতি বিভাগের ৯৮/৯৯ ব্যাচের শিক্ষার্থীরা তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। মঙ্গলবার সৌজন্য সাক্ষাত শেষে শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাতকালে শিক্ষার্থীরা তাদের এই গুণী শিক্ষককে নিয়ে পুরনো দিনের স্মৃতিচারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের ৯৮/৯৯ ব্যাচের শিক্ষার্থী দুলাল মিয়া, হেলাল আহমদ, বিনায়ক শুভ, তাজুল ইসলাম, বিরেন্দ্র, খায়রুল ইসলাম, খালেদ আহমদ, দুলন মিয়া, মতিউর রহমান, সোহেল আহমদ ও শামসুল ইসলাম। বিজ্ঞপ্তি