শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটে খেলনা বিতরণ

মো. আব্দুল বাছিত:
রোটারি ক্লাব অব সিলেট হলি ল্যান্ড-এর উদ্যোগে এবং রোটারি সিলেট সুরমা জোনের সহযোগিতায় শাহী ঈদগাহস্থ শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটে প্রতিবন্ধী শিশুদের মধ্যে খেলনা বিতরণ করা হয়েছে। রোটারি বর্ষ শুরু উপলক্ষে গত রোববার রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২-এর কর্মসূচীর অংশ হিসেবে সিলেটেও প্রতিবন্ধী শিশুদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি শহীদ আহমদ চৌধুরী। এর আগে প্রতিবন্ধী শিশুদের সাথে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনস্টিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থীরা সেখানে কবিতা আবৃত্তি, হামদ-নাতসহ বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের অধ্যক্ষ শামীমা নাসরিন, রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স চেয়ার এ কে এম শামসুল হক দীপু, সিলেট সুরমা জোনের কো-অর্ডিনেটর রোটারিয়ান এম. নূরুল হক সোহেল, ডেপুটি গভর্নর রোটারিয়ান মুফতি তাহের আহমদ, এসিস্ট্যান্ট গভর্নর পিপি অলিউর রহমান নাহিদ, রোটারি ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড এডভোকেট আশিকুর রহমান, রোটারি ক্লাব অব সিলেট হলি ল্যান্ড-এর প্রেসিডেন্ট শাহিদুর রহমান, সেক্রেটারি ফাইয়াজ হোসেন ফরহাদ, আইপিপি রোটারিয়ান ইনামুর রহমান লস্কর, রোটারি সিলেট সাউথের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মুহিত দিদার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।