শাহজালাল(র:) মাজার জিয়ারত শেষে অন্য মাজারের উদ্দেশ্যে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে সিলেট এসেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন।
শনিবার বেলা ১০টা ৪৭ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান সিলেট এসে পৌছে।
পরে সেখান থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (রহ.) মাজারে এর উদ্দেশ্যে মাজার জিয়ারত করে ১১ ট ৪৫ মিনটের দিকে প্রধানমন্ত্রী রওয়ানা দেন হযরত শাহপরাণ (রহ.) মাজারের উদ্দেশ্যে। পরে গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা রয়েছেন।
মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বেলা আড়াইটার দিকে নগরীর আলিয়া মাদরাসা মাঠে জনসভায় যোগ দেবেন। এরপর বিকাল সাড়ে ৪টার ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।