শহীদ বীর মুক্তিযোদ্ধা সুবেদার আজিজুর রহমানের মৃত্যবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

1 - 1Share
সিলেট এক্সপ্রেস ডেস্ক শহীদ বীর মুক্তিযোদ্ধা সুবেদার আজিজুর রহমানের ( বিজিবি) মৃত্য বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ যোহর কানিশাইল জামে মসজিদে শহীদ বীর মুক্তি যোদ্ধা সুবেদার আজিজুর রহমানের পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী জয়নাল আবেদীন ও কানিশাইল ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব কারী মস্তফা কামাল। এতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ছাড়াও এলাকার সর্বস্থরের মুসল্লিগন।
শহীদ বীর মুক্তি যোদ্ধা জে.সি.ও সুবেদার আজিজুর রহমান ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর ১ নং সেক্টর এর চট্টগ্রামস্থ সিতাকুন্ডে সম্মুখ যুদ্ধে পাক বাহিনীর হাতে শাহাদাৎ বরণ করেন। তিনি সিলেট নগরীর ১০ নং ওয়ার্ডের কানিশাইল এলাকায় জম্ম গ্রহণ করেন। তার পিতার নাম সিফত উল্লাহ।
শহীদ বীর মুক্তি যোদ্ধা জে.সি.ও সুবেদার আজিজুর রহমান চট্্রগাম মুক্তিযোদ্ধাদের মধ্যে শেষ শহীদ বলে তার পরিবার জানিয়েছেন। দোয়া মাহফিলে আজিজুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা কামনা করে দোয়া করা হয়।
1 - 1Share