লিডিং ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা বিষয়ক আলোচনা রোববার
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা বিষয়ক এক আলোচনার আয়োজন করা হয়েছে। ২৫ নভেম্বর ২০১৮ তারিখ সকাল ১১টায় এ অনুষ্ঠান লিডিং ইউনিভার্সিটির গ্যালারি-০১, রাগীবনগর, দক্ষিন সুরমা, সিলেট এ অনুষ্ঠিত হবে। এতে কী-আলোচক হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ড. আরিফুল হক। লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্র্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য এক বিজ্ঞপ্তিতে আমন্ত্রণ জানানো হয়েছে।