কবি ইছমতে’র গ্রন্থ প্রকাশনা রোববার
প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

কৈতর সিলেট এর উদ্যোগে কবি ইছমত হানিফা চৌধুরী’র ৪র্থ গ্রন্থ ‘লাল বাহাদুর’ এর প্রকাশনা উৎসব রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হবে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুরজ্জামান চৌধুরী, কবি লাভলী চৌধুরী, মতিন উদ্ দীন যাদুঘর এর পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব মঈন উদ্দিন আহমদ ও কবি গবেষক তাবেদার রসুল বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি গল্পকার সেলিম আউয়াল। সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কৈতর সিলেট এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।