লাউয়াছড়া উদ্যান থেকে তিন লক্ষাধিক টাকার সেগুন গাছ পাচার

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গত ২দিনে তিন লক্ষাধিক টাকার সেগুন গাছ পাচার হওয়ার খবর পাওয়া গেছে। বনবিভাগ জানিয়েছে, গতকাল গভীর রাতে সংঘবদ্ধ চোরদল লাউয়াছড়া জাতীয় উদ্যানের মেইন গেইটের পাশ্ববর্তী স্থান থেকে প্রায় ৬ ফুট বের সম্পন্ন ১টি সেগুন গাছ কেটে নেয়। গত এক সপ্তাহ পূর্বে লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক (১) নং গেট সংলগ্ন গাড়ি ভাঙ্গা নামক স্থান থেকে একই বেরেরে অপর একটি মূল্যবান সেগুন গাছ কর্তন করেছে গাছচোররা । যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের সহকারী বন সংরক্ষক মো: আনিসুর রহমান এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা (বন বিভাগ) কিছু গাছ উদ্ধার করেছি তবে কোন বনদস্যু (গাছচোর) ধরতে পারিনি। বন বিভাগের কেউ এ ঘটনার সাথে জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন, বন বিভাগের কারো সম্পৃক্ততার প্রমাণ পাননি। উদ্বারকৃত গাছ দিয়ে তারা অজ্ঞাতনামা বনদস্যুকে আসামী করে বন আইনে একটি মামলা করেছেন বলে তিনি জানান।