রোটারি ক্লাব অব সিলেট গ্রিনের উদ্যোগে সেলাই মেশিন প্রদান

126 - 126Shares
রোটারি ক্লাব অব সিলেট গ্রিনের সেলাই মেশিন বিতরণ প্রদান ও সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নগরের একটি হোটেলে অয়োজিত অনুষ্ঠানে সাপ্তাহিক মিটিং শেষে এ দরিদ্র একটি পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয় এবং দুইজন নতুন সদস্যকে রোটারি পিন পরিয়ে ক্লাবে অন্তর্ভুক্ত করা হয়।
রোটারি ক্লাব অব সিলেট গ্রিনের সভাপতি মো. জোমান তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিডিজি প্রফেসর লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডিএফএল ফিরোজা রহমান, রোটারি ক্লাব অব সিলেট সাউথের পিপি জুবায়ের আহমেদ জাবের, সহসাধারণ সম্পাদক মুন্না মিয়া, পাস্ট প্রেসিডেন্ট আতাউর রহমান ভূইয়া মিলন, রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টারের আওলাদ হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট হায়দার বক্স খান দিলু, ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন সুমন, ডিরেক্টর হুমায়ুন আহমেদ, ডিরেক্টর আক্তার হোসেন, এডমিনিস্ট্রেশন চেয়ারম্যান রফিকুল ইসলাম ফেনু, ট্রেজারার অসিউর রহমান অসি। এ সময় উপস্থিত ছিলেন, রোটারিয়ান জয়ন্ত ব্যনার্জী, সুয়েব আহমদ আনফর, তানিয়া রহমান, ফয়জুর রহমান শিপু, সুজন কান্তি দে প্রমূখ। বিজ্ঞপ্তি
126 - 126Shares