রোটারি কনফারেন্সকে স্বাগত জানিয়ে নগরীতে র্যালি

2 - 2Shares
আব্দুস সোবহান ইমন : রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ কনফারেন্স ২০১৯ কে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউর উদ্যোগে নগরীতে এক বর্ণ্যঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা পরিষদের প্রাঙ্গন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গনে এসে শেষ হয় । র্যালি কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ ছাদ উদ্দিনের সভাপতিত্বে ও ডিস্ট্রিক্ট কনফারেন্স চেয়ারম্যান রোটারিয়ান এ.একে.এম সামছুল হক দিপুর পরিচালনায় অনুষ্ঠিত র্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, ডি জি এন ইলেক্ট লে.কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর, রোটারি গার্ডেন ভিউর ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ইকবাল হোসেন, বুলেটিন এডিটর রোটারিয়ান আব্দুল মালিক, ট্রেজারার রোটারিয়ান ফারুক হোসেন,রোটারিয়ান লিক্সন মিয়া। অন্যানের মধ্যে জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান নুরুল হক সোহেল, ডেপুটি গভর্ণর রোটারিয়ান সাইফুল হোসেন, এসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান ফয়সল করিম মুন্না, রোটারিয়ান ফেরদৌস আহমদ, সুরমা জোনের ডিস্ট্রিক্ট গভর্ণর এইড রোটারিয়ান আব্দুল্লাহ আল জাকির। অন্যান্য ক্লাবের প্রেসিডেন্ট-এর মধ্যে রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান কয়েছ সুমন,রোটারিয়ান রাহিম ইসলাম মিসলু,রোটারিয়ান মিরাজ মোস্তাক,প্রেমিয়ার ক্লাবের সেক্রেটারী রোটারিয়ান আবুল হোসেন। র্যালিতে প্রায় ৪০ টি ক্লাব অংশগ্রহণ করে। মোটর সাইকেল, বাইসাইকেল রাইড এবং ব্যান্ডপার্টির মাধ্যমে জাঁকঝমক পূর্ণভাবে র্যালিটি অনুষ্ঠিত হয়।
2 - 2Shares