রোগীর জীবন বাঁচাতে রক্ত দিলেন বিশ্বনাথ থানার ওসি

সিলেট এক্সপ্রেস ডেস্ক : সিলেটের বিশ্বনাথের একজন রোগীর জীবন বাঁচাতে নিজের শরীর থেকে রক্তদান করে দৃষ্টান্ত স্থাপন করে অন্যকে রক্তদান করতে উৎসাহিত করলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম।
উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের এক মহিলা দীর্ঘদিন যাবত রক্ত শুন্যতায় ভুগছেন। রক্তের গ্রুপ ‘‘এবি পজেটিভ’’ হওয়ায় তার জন্য রক্তদাতা পাওয়া অনেকটা কঠিন হয়ে পড়ে। এ বিষয়টি উপজেলা ছাত্রলীগ নেতা শামিম আহমদের কাছ থেকে শুনতে পেরে ওই মহিলাকে রক্ত দিতে আগ্রহী হন ওসি শামসুদ্দোহা পিপিএম। এরপর গত মঙ্গলবার সিলেট নগরীর একটি রক্তদান কেন্দ্রে
গিয়ে তিনি রক্ত দেন।
একজন থানার ওসি হয়ে শত ব্যস্ততার মাঝেও অপরিচিত রোগীকে রক্ত দিয়ে শামসুদ্দোহা পিপিএম প্রমাণ করলেন মানুষ মানুষের জন্য। যদি এভাবে আমরা সকলে রক্ত দেই তাহলে হয়তো রক্তের অভাবে কোন মানুষের মৃত্যু হবে না।