রেবতি রমন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মানে প্রবাসীর ইফতার মাহফিল

সিলেট এক্সপ্রেস ডেস্ক : দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার রেবতি রমন উচ্চ বিদ্যালয়ের ১৯৮৮ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের সম্মানে প্রবাসী সাহান আহমদ চৌধুরীর উদ্যোগে পুনর্মিলনী ও ইফতার মাহফিল গত রোববার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী রাহতুজ্জামানের সভাপতিত্বে ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ইনচার্জ মোঃ নাজিম বিন নজরুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সাহান আহমদ চৌধুরী। তিনি বলেন, সুদূর প্রবাসে থেকেও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। নেতা বা নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নয় মানব সেবা করাই আমার মূল লক্ষ্য। যত দিন বেঁচে থাকবো আমি যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। সেই তৌফিক যেন মহান আল্লাহ আমাকে দান করেন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেবতি রমন উচ্চ বিদ্যালয়ের ১৯৮৮ সালের দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ এনামুল কবির, শাহ জুনেদ আহমদ, জুমায়েল আহমদ বাবর, নাহিদ বিন নজরুল ইলিয়াছি, মিনহাজ আহমদ মিন্টু, ময়নুল হক, কবির আহমদ, মঞ্জুরুল হাসান মজনু। এছাড়াও অনুষ্ঠানে গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসী সাহান আহমদ চৌধুরীকে শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা শেষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শেষে দোয়া পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহর সভাপতি এইচ.এম ফয়সল আহমদ।