রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপতালে ও রক্ত কেন্দ্রে পিপিই দিয়েছে জালালাবাদ এসোসিয়েশন
প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০
আপডেট : ১ বছর আগে

মোহামরী করোনা ভাইরাসে প্রভাবে রোগীরসেবা স¦াভাবিক রাখার লক্ষে চিকিৎসক,সেবিকা ও চিকিৎসা সেবায় নিযুক্তদের পিপিই দিয়েছে জালালাবাদ এসোসিয়েশন। সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র ও মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে মাতৃমঙ্গল হাসপতালের পরিচালক ডাঃ সুধাময় মজুমদারের কাছে পিপিই হস্তান্তর করেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে ডাঃ মোস্তাফা শাহ জামান বাহার, জুবায়ের আহমদ । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশফাক আহমদ মিশু, সিলেট রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী পরিষদের সদস্য সাইফুর রহমান খোকন, জীবন সদস্য শেখ নাসির, রক্ত কেন্দ্রের ইনচার্জ ডাঃ আবু সালেহ খান ও হাসপতালের কর্মকর্তা পার্থ সারথী দাস প্রমূখ।