রায়নগর শিশু পরিবারে সিফডিয়ার ঈদবস্ত্র বিতরণ

তাসলিমা খানম বীথি: সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের বঞ্চিত মানুষের জন্য কাজ করতে হবে। দেশকে সুখি সম্মৃদ্ধ হিসেবে গড়ে তুলতে হবে। সুবিধাবঞ্চিতদের কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাসমিডিয়া (সিফডিয়া)-এর উদ্যোগে সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর-এর নিবাসিদের মধ্যে ঈদবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিফডিয়ার ঈদবস্ত্র বিতরণ করছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম
সিফডিয়া’র চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সিফডিয়ার নির্বাহী কমিটির সদস্য তাসলিমা খানম বীথির পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের প্রেসিডেন্ট ও সময় টিভি সিলেট-এর ব্যুরো চিফ ইকরামুল কবির, জেলা সমাজসেবা কার্যালয় সিলেট-এর উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট-এর সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, সিফডিয়ার জয়েন্ট সেক্রেটারি এডভোকেট জুনেদ আহমদ, সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর-এর উপ তত্ত্বাবধায়ক জাহানারা বেগম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিশু পরিবারের নিবাসী কারি তাহমিনা বেগম।