রাসুল (সঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ

সিলেট এক্সপ্রেস ডেস্ক দয়াময় মাআবূদের সর্বশেষ নবী ও রাসুল (সঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দেশ বিদেশে বেটাগিরী আমরা হক্কল সিলেটি ফেসবুক গ্রুপের উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর) বাদ আসর সিলেটের এয়ারপোর্টের এলাকায় নিন্দা ও প্রতিবাদ সভা করা হয়।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর জন্মদিন (১২ই রবিউল আউয়াল) এর দিন এলাকার তৌহিদী জনতার সহ দেশ বিদেশে বেটাগিরী আমরা হক্কল সিলেটি গ্রুপের সদস্যগণ একসাথে মিলিত হয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর শাস্তির দাবি জানান।
এতে উপস্থিত ছিলেন দেশ বিদেশে বেটাগিরী আমরা হক্কল সিলেটি গ্রুপের এডমিন সাংবাদিক উদয় জুয়েল, এডমিন হানিফ মাহমুদ,সাংবাদিক লোকমান হাফিজ,মাওলানা তোফায়েল আহমদ ও হাফিজ জহিরুল ইসলাম সাহেব,হাফিজ খালেদ, আবির,আব্দুল আহাদ,তানবীর আহমদ,তানিম,সুমন,ইমন, প্রমূখ।