রাত ১২টার মধ্যে নগর ছাড়ার নির্দেশ বহিরাগতদের

সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আজ রাত ১২টার মধ্যে যারা এসব সিটির বাসিন্দা বা ভোটার নন অর্থাৎ বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির পরিপত্রের আলোকে শুক্রবার এক গণবিজ্ঞপ্তি জারী করে এ নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, শুক্রবার রাত ১২টার মধ্যে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও কাউকে পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
নির্বাচন সামনে রেখে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। পুলিশ, বিজিবি, র্যাব, নির্বাহী-বিচারিক হাকিমসহ মোবাইল-স্ট্রাইকিং ফোর্স নির্বাচনকালীন দায়িত্বে থাকবেন।
সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও নারী ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। ভোট কেন্দ্র ১৩৪টি ও ভোট কক্ষ ৯২৬টি। এ সিটিতে মেয়র প্রার্থী ৭ জন।
শেয়ার করুন