রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আলোচনা সভা

সিলেট এক্সপ্রেস ডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে নগরের ভাতালিয়াস্থ জনস্বাস্থ্য হোমিও হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“জনস্বাস্থ্যে হোমিওপ্যাথি ও রবীন্দ্রনাথ ঠাকুর” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. দিলীপ কুমার দাস। হোমিওপ্যাথি কলেজের শিক্ষার্থী রায়হান হাজারীর সঞ্চালনায় সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) সিলেটের সভাপতি ডা. বীরেন্দ্র চন্দ্র দেব। আলোচনায় অংশ নেন- উপাধ্যক্ষ ড. এম. শহীদুল ইসলাম, ডা. এ.এ.এম শিহাব উদ্দিন, ডা. সুনীল চন্দ্র দাস, সেবিকা রানী পাল।
মুখ্য আলোচক তাঁর বক্তব্যে বলেন- জনস্বাস্থ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় অগ্রগণ্য। তিনি নিজে হোমিওপ্যাথি চর্চা ও চিকিৎসা গ্রহণ করতেন এবং প্রজাদের মধ্যে মধ্যেও হোমিও চিকিৎসা দিতেন। জনস্বাস্থ্য অটুট রাখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রোগ আরোগ্যের চেয়ে প্রতিরোধকেই বেশি গুরুত্ব দিতেন।
বক্তারা আরো বলেন- রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক ব্যক্তি ছিলেন যাঁর রচিত সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসেবে তিনটি দেশে গাওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সকল সৃষ্টি যথাযথভাবে সংরক্ষণের জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ অংশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান পরিবেশন করেন- গোধূলী মল্লিক ও নির্বাণ দেব। -বিজ্ঞপ্তি