যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত যুব প্রধান মনোনিত
প্রকাশিত : ০১ জুলাই, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট মোঃ আব্দুর রহমান জামিল স্বাক্ষরিত এক পরিপত্রে গত ১ জুলাই রোববার স্মারক নং- আরসি/সি/ইউ-০২/৯৪৩/১৮ এর মাধ্যমে বর্তমান যুব প্রধান এর স্থলে ভারপ্রাপ্ত যুব প্রধান হিসেবে উপ-যুব প্রধান-১ মোঃ নাজিম খাঁনকে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য যে, ভারপ্রাপ্ত যুব প্রধান হিসেবে মোঃ নাজিম খাঁনের দায়িত্ব ১লা জুলাই ২০১৮ইং থেকে কার্যকর হবে।
যুব রেড ক্রেসিন্ট সিলেট ইউনিটের সকল যুব সদস্যদের পক্ষ থেকে সেক্রেটারি ও ডেলিগেট মোঃ আব্দুর রহমান জামিলকে কৃতজ্ঞতা ও নতুন ভারপ্রাপ্ত যুব প্রধানকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।