যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের সংগঠক মো. আলতাব মিয়াকে সংবর্ধনা

১৯৭১ সালে যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. আলতাব মিয়ার সম্মানে ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান ১২ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, সিলেট সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী, শাহ খুররম ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
সিনিয়র ফটো সাংবাদিক মো. দুলাল হোসেনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অধ্যাপক কমর উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুস শহিদ, আব্দুস সালাম, খলিলুর রহমান, খুরশীদ আলী, আমির আলী, ধীরেন্দ্র বাবু, বিজয় বাবু, মনির উদ্দিন, আনোয়ার আলী, ফরিদ আহমদ, ইদবনুর, মতছির আলী, নুরুল ইসলাম, আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা সন্তান বজলুল করিম, রেজওয়ানুল ইসলাম গাজী, ফাহিমুল ইসলাম, মঈন উদ্দিন, কে. এম. হেদায়েতুল ইসলাম, মাহবুব চৌধুরী প্রমুখ।