মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তর কর্তৃক জরিমানা আদায়
প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮
আপডেট : ২ বছর আগে

এইচ এম সামাদ,মৌলভীবাজার: বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে আজ তরফদার দ্বীপ ও কাওছার খান নামে দুই জন ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের সদর উপজেলা চৌমুহনা পয়েন্টে অবস্থিত -টেলিকোম ও এস.আর. প্লাজা, কুসুমবাগ এ অবস্থিত দি গ্রীণ ভিউকে যথাক্রমে ৬ হাজার টাকা এবং ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা আইন অনুযায়ী অভিযোগকারীকে প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল বেশি দামে মোবাইল বিক্রয় করা এবং মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে মিথ্যা বিজ্ঞাপন দেওয়া।
Attachments area