মৌলভীবাজারে পহেলা বৈশাখ উদযাপন

এইচ এম সামাদ,মৌলভীবাজার:
১৪ এপ্রিল রবিবার সারাদেশের ন্যায় পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ উচ্ছাসে মেতে ওঠে মৌলভীবাজারবাসী। সুখ-শান্তি-সমৃদ্ধি ও কল্যানের আশা নিয়ে ধুম ধামের সাথে উদযাপন করেছে নববর্ষ। মৌলভীবাজারের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উৎসবের আনন্দে মেতে উঠে। পোষাক পরিচ্ছদ, খাওয়া-দাওয়া, গান-বাজনা সব কিছুতেই প্রধান্য পায় বাঙালিয়ানা। এ দিনটি একটি নতুন বছরের সুচনা।
রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আবাহণ সংঙ্গিতের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গন থেকে বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। নতুন জামাকাপড় পড়ে বর্ণিল সাজে সজ্জ্বিত হয়ে ব্যনার ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় হাজারো নারীপুরুষ-শিশুকিশোর।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন বর্ষবরণ মঞ্চে পহেলা শুভেচ্ছা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার সিভিল সাজর্ন শাহজাহান কবির,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন প্রমুখ।
নতুন বছরকে বরণ করতে পৃথক ভাবে জেলা প্রশাসন,পৌরসভা,উদিচি শিল্পী গোষ্টী সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান পালন করছে।