মৌলভীবাজারে ইয়াবাসহ ১ জন আটক

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল। আভিযানে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন রেলওয়ে কলোনী রোড দক্ষিণ বাজারে মিলন স্টোর এন্ড কনফেকশনারী এর সামনে থকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ ১২৫০/= টাকা, ০৩টি মোবাইল ফোন ও ০২টি সীমকার্ড উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব ৯। অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
আটককৃত মাদক ব্যবসায়ীর হলেন, মিরাশি চুনারঘাটের হবিগঞ্জের মো: সিরাজ আলী পুত্র মো: জমির আলী (২২)। উল্লেখ্য যে, সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।