মুজিববর্ষে “বঙ্গবন্ধু শেখ মুজিব” ম্যুরালে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা নিবেদন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা অর্পন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৭টায় জন্মশত বাষির্কী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক অফিস প্রাঙ্গনে স্থাপিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” ম্যুরালে এই শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, নীল কান্ত সিংহ, হারুনুর রশীদ, মন্টু পাল, শুভেন্দু দাস, টেনাই উল্লাহ আব্দুর রহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আমিনুর রহমান পাপ্পু, সামসুল হক, আব্দুস সালাম ফারুক, শ্যামল দেবনাথ, অধীর সিংহ বর্মন, মিজানুর রহমান, সাহিদুর রহমান এপলু প্রমুখ।