মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীনকে সিলেট জেলার অভিনন্দন

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ। ২১ ডিসেম্বর শনিবার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদে তাকে এই শুভেচ্ছা জানান তারা।
এসময় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীন- সিলেটে মুক্তিযুদ্ধ মঞ্চের কার্যক্রম আরো বেগবান করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের স্বার্থ এবং স্বাধীনতা বিরোধী যে কোন চক্রান্তের বিরুদ্ধে সর্বদা সজাগ থাকার নির্দেশ প্রদান করেন।
এসময় সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমদ, সহ-সভাপতি খয়ের আহমদ রিমন, সাধারণ সম্পাদক এম. রহিম উদ্দিন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান প্রমুখ।