মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই

সিলেট এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সে বিষয়টি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। আর এটার উদ্যোগ নিতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বেশি বেশি করে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, বাংলার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন বাঙালির জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসই হবে নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস। নতুন প্রজন্ম হবে মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক প্রজন্ম, যারা বাস্তবায়ন করবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। এ যে আমাদের আজন্ম লালিত স্বপ্ন। তিনি বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের গৌরবজনক ঘটনা বা অধ্যায় হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ।
তিনি ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে চিকনাগুলস্থ হাবিব নগর টি এস্টেট বড় বাংলোতে এ অনুষ্ঠানে তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল ছাত্র-ছাত্রীদের ৪১ প্রশ্নের উত্তর প্রদান করেন। ছাত্র-ছাত্রীরা এসব প্রশ্নের উত্তর পেয়ে মুক্তিযুদ্ধের সোনালী ইতিহাস ও মুক্তিযুদ্ধের ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা জানতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ সেলিম রেজা, মাধ্যমিক শাখার ইনচার্জ ইমদাদুল হক সিদ্দিকী, আহবায়ক গোলাম রব্বারী, সদস্য আয়নুল হক, হেলাল উদ্দিন সরকার, জাহাঙ্গীর আলম, বনানী গুপ্তা।
ম শ্রেণির স্ফিংস দলের বুশরা, আবিদ, কাইফা, আব্দুল্লাহ, খাদিজা, শোভন, তাহমিদা, আনিক, সিনথিয়া, সামির মুক্তিযুদ্ধের উপরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
৭ম শ্রেণির শিকর সন্ধানীর দলের লামইয়া আহমেদ, তাসনিয়া রহমান চৌধুরী, মারওয়া আফরিন মাহিয়া, সামিয়া জাহান, তনিমা আফরোজ জয়া, মো: সাজিদুল ইসলাম আদনান, সাজিদুল ইসলাম আয়াত, আবু বকর সিদ্দিক, মোয়াজ মোস্তফা চৌধুরী, মাহমুদুল হাসান অনিকের মুক্তিযুদ্ধের উপরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল।