মিলাদ ফুটবল একাডেমী ও ক্রিকেট একাডেমী উদ্বোধন

আব্দুস সোবহান ইমন :
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধরণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)এর কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম বলেছেন, খেলাধুূলা হচ্ছে শারীরিক সুস্থতা ভারসাম্য রক্ষার অন্যতম মাধ্যম। শারীরিক ভাবে ভালো থাকার জন্য খেলাধুলা করতে বয়সের কোনো প্রয়োজন হয় না। সুস্থ মনকে সতেজ রাখার জন্য খেলাধুলার ভূমিকা অপরিহার্য। বর্তমান যুব সমজকে খেলাধুলার প্রতি আগ্রহ এবং উৎসাহ হতে হবে। খেলাধুলার মাধ্যমে মানসিকভাবে বিকাশ ঘটে তেমনি সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা যায়। মিলাদ ফুটবল একাডেমী ও ক্রিকেট একাডেমীর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে মিলাদ ফুটবল একাডেমী ও ক্রিকেট একাডেমীর চেয়াম্যান মিলাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠাসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্নিবান ক্রীড়াচক্রের সভাপতি জাবির আহমদ জাবু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন সদস্য বি,জিত চৌধুরী, জাহেদ আহমদ,নুরে আলম খোকন , কবির আহমদ কুবরার, কাউসার আহমেদ, মনোজ রায় ধারা ভাষ্যকার সমিতি সিলেট জেলা সহ-সভাপতি আব্দুল আহাদ, লিয়াকত আলী চেরাগ, লায়েক আহমদ, বিপুল তালুকদার প্রমুখ।