মাধবপুরে করোনা আক্রান্ত হয়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১
আপডেট : ১০ মাস আগে

মোঃজুলহাস উদ্দিন রিংকু,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুস সাত্তার (৫০) নামে এক পোশাক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সাত্তার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের রঙ্গু মিয়ার পুত্র। সে নোয়াপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।গত রবিবার আব্দুস সাত্তার করোনা আক্রান্ত হয়, এরপর থেকে তিনি নিজ গৃহে অবস্থান করেন।বুধবার সন্ধ্যায় আব্দুস সাত্তার তার শরীরে করোনা উপসর্গ নিয়ে নিজ গৃহে মৃত্যু বরণ করেন।পরে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয।মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।