মাওলানা ক্বারী জমির উদ্দিনের দাফন সম্পন্ন
প্রকাশিত : ১৪ জুন, ২০২০
আপডেট : ৭ মাস আগে

সিলেটের ঐতিহ্যবাহি কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী জমির উদ্দিনের জানাযা নগরীর কুদরতউল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মানিকপীর (র) টিলায় দাফন সম্পন্ন করা হয়।
উলেখ্য গত (১৩ জুন ২০২০) শনিবার রাত ১১টায় তিনি নিজ বসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। কিছুদিন ধওে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। তবে গত শুক্রবারও তিঁনি কুদরত উল্লাহ মসজিদে জুমআ’র নামাজ আদায় করেন।
মাওলানা ক্বারী জমির উদ্দিন দীর্ঘ ৪২ বছর থেকে সিলেট নগরীর কুদরতউল্লা জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। তিনি সিলেটের দণি সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের দণি করিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।