মরহুম আশিকুর রসুলের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল ৩ মার্চ
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

মরহুম আশিকুর রসুলের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল ৩ মার্চ অনুষ্ঠিত হবে। জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আশিকুর রসুলের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল আগামী ৩ মার্চ শনিবার বাদ যোহর মানিকপীররোডস্থ’ মালঞ্চ কমিউনিটির সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন তার ছোট ভাই কবি ও গবেষক তাবেদার রসুল বকুল।