মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বানিয়াচঙ্গে বিশাল বিক্ষোভ মিছিল

4 - 4Shares
মখলিছ মিয়া ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে হয়রত মুহাম্মদ (সা.)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হবিগঞ্জের বানিয়াচঙ্গে শনিবার সকাল ১১টায় বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি দারুল কোরআন মাদ্রাসা ময়দান থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বড়বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল বাছিত আজাদ। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান,ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,ওয়ারিশ উদ্দিন খান,মাওলানা আব্দুল জলিল ইউসুফীসহ বানিয়াচংয়ের বিশিষ্ট আলেম,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ । বক্তারা অবিলম্ভে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে প্রত্যাহারসহ ফ্রান্সের সকল প্রকার পন্য বর্জনের আহবান জানান।
4 - 4Shares