মহানগর পুলিশের ৬ কর্মকর্তার রদবদল

সিলেট মহানগর পুলিশের ছয় কর্মকর্তার রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।
তিনি জানান, সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইল পিপিএম-বার’কে কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার, বিমানবন্দর থানার সহকারী পুলিশ কমিশনার মো. মাইনুল আবছারকে শাহপরান থানার সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) ইয়াহিয়া আল মামুনকে বিমানবন্দর থানার সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (আরও) বিল্লাল হোসেনকে মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীরকে অতিরিক্ত উপ-কমিশনার (ফোর্স) হিসেবে পদায়ন এবং মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার সুদীপ দাসকে অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) হিসেবে পদায়ন করা হয়েছে।