মদিনা মার্কেটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১
প্রকাশিত : ০১ জুন, ২০১৯
আপডেট : ২ বছর আগে

নগরীর মদিনা মার্কেটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার রাত সাড়ে ১২টায় মদিনা মার্কেট মখতর গল্লীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জাহাঙ্গীর আলম নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়- মদিনা মার্কেট মখতর গলীতে জাহাঙ্গীর আলম ও গিয়াস উদ্দিনের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গিয়াস উদ্দিনের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম আহত হন। আহত জাহাঙ্গীর শামীমাবাদ এলাকায় শফিকুর রহমানের অনুসারী বলে জানা যায়।