মদিনা মার্কেটে শতাধিক স্থাপনা উচ্ছেদ করলেন মেয়র আরিফুল হক চৌধুরী
প্রকাশিত : 16 November, 2019
আপডেট : ৪ সপ্তাহ আগে

সিলেট মহানগরীর মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।
আজ শনিবার বিকেল ৩ টায় মদিনা মার্কেট এলাকায় এ অভিযান চালায় সিলেট সিটি করপোরেশন। ওই সময় রাস্তার উভয় পাশে নির্মিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত উপর নির্মিত স্থাপনাও বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে বেশ কয়েকটি ভ্যান গাড়ি বোলডোজার দিয়ে ভেঙ্গে দেয়া হয়।
্হনংঢ়;