মজলুম জননেতা মওলানা ভাসানী’র ৪৪তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় ছাত্রদলএর আলোচনা সভা আগামীকাল

5 - 5Shares
আগামীকাল ১৭ নভেম্বর, ২০২০ শোষিত-বঞ্চিত ও নির্যাতিত-নিপীড়িত মানুষের কন্ঠস্বর, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৪ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
মহান এ নেতার ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিলেট মহানগরীর তালতলার সুরমা মার্কেটস্থ সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন আলম।
জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক নাজমুল হাসান এক বিবৃতিতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৪ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সংগঠনের নেতা কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আহবান জানান।
5 - 5Shares