ভ্যাট প্রদানে জনসচেতনতা বাড়াতে হবে– কাস্টমস ও ভ্যাট কমিশনার

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর কমিশনার গোলাম মো. মুনির বলেছেন, দেশকে এগিয়ে নিতে হয়ে জনগনকে দেশের স্বার্থে ভ্যাট ও ট্যাক্স দিতে হবে। এ জন্রে জনসচেতনতা বৃদ্ধি ও অভ্যাস গড়ে তুলতে হবে। সরকার ও ব্যবসায়ীদের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলার মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ আরো জোরদার করতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর একটি হোটেলে সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের সভাপতি আলহাজ্ব শাহ আলমে সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অজি মোঃ কাওছারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন-এফবিসিসিআইএর পরিচালক ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর অতিরিক্ত কমিশনার মো.শফিউর রহমান,যুগ্ম কমিশনার মো.মিনহাজ উদ্দিন পাহলোয়ান,ডেপুটি কমিশনার আহসান উল্লাহ, সহকারী পরিচালক পার্থ ঘোষ,আহমেদুর রেজা চৌধুরী,সৈয়দুল আলম, গ্রুপের সাধারণ সম্পাদক মো. বশিরুল হক,মো. শাহ আলম,১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ,সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ূম জালালী পংকি। বক্তব্য রাখেন-গ্রুপের সহ সভাপতি সুব্রত ধর,কোষাধ্যক্ষ ইমদাদ হোসেন,কার্যকরী সদস্য বজলুর রহমান বাবুল,লোকমান আহমদ,হাফিজুর রহমান, মো. আব্দুর রকিব প্রমুখ।