ভোলাগঞ্জে শ্রমিক নিহতের ঘটনায় মামলা

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের কালাইরাগে অবৈধ ভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে মাটি চাপায় শ্রমিক নিহতের ঘটনায় গর্তের মালিকসহ ১০জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার মধ্যরাতে হত্যা মামলাটি ((নং-০২ (০২) ২০২০) দায়ের করেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। মামলায় স্থানীয় আছলাম মেম্বারের ছেলে নুরুজ্জামান মেম্বার, লুৎফুর মিয়ার ছেলে লায়েক আহমদ ও মাহফুজ মিয়ার ছেলে এরশাদ মিয়াসহ ছয় জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু এ তথ্য নিশ্চিত করেন। আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রোববার সকাল ১১টার দিকে কালাইরাগ হাজিরডানা লালপাথর এলাকায় নুরুজ্জামান গংদের কোয়ারিতে কাজ করার সময় আকস্মিক গর্ত ধসে মাটির নিচে চাপায় রুবেল আহমদ (২৬) নামে এক শ্রমিক নিহত হন। আহত হন আরও ৩জন। নিহত রুবেল নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।