ভূমিকম্পে পাঠানটুলা ভবন হেলে পড়েছে

ভূমিকম্পে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের পাঠানটুলা এলাকার দুটি ছয় তলা ভবন একে অপরের ওপর হেলে পড়েছে। এ অবস্থায় ভবন দুটির বাসিন্দাদের ভবন থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল শনিবার রাতে সরেজমিনে ভবন দুটি পরিদর্শন করেছেন।
মিডিয়া সেল থেকে জানানো হয়, ভূমিকম্পের ফলে পাঠানটুলা দর্জিবাড়িস্থ পল্লবী ব্ল¬ক-সি-১৬ (হোল্ডিং নং-০৩৮২-০১) নম্বর বাসা এবং একই এলাকার মোহনা ব্লক-বি-০৩, হোল্ডিং নং-০৮৫১-১৪ নম্বর বাসা একে অপরের ওপর প্রায় ২ ফুট পরিমাণে হেলে পড়েছে। খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) ভবন দুটি পরিদর্শনে যান। এসময় সিসিকের সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টচার্য্য, রাজু উদ্দিন আহমদ ও লিপু সিংহ তাদের সাথে ছিলেন। পরিদর্শনের পর ভবনের বাসিন্দাদের সত্বর ভবন হতে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
গতকাল শনিবার সিলেটে চার দফা ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।