ভুলে যাবে প্রেমের শহর…

এম এ আসাদ চৌধুরী
একদিন আমি হারিয়ে যাবো
যেখানে কথা বলে পবিত্র আত্মা
অবিচ্ছিন্ন চিরনিদ্রায় থাকবো মৃত্তিকাগর্ভে।
সেদিনের পর জাগবেনা আমার
তিলাভ চোখ, দেখবেনা আর রঙিন আলো
অবিরত বন্ধ চোখে তাকাবার ব্যর্থ চেষ্টা চলবেই।
সেদিনের পর দেখবোনা ঝাঁজালো
কণ্ঠে কথা বলছেন বাদামি চশমা পরা
সফেদ বুড়োবন্ধু কবি কালাম আজাদ।
সেদিনের পর দেখবোনা লাল শার্ট
গায়ে জিন্নাহ টুপি পরা সুদর্শন চিরযুবা
রোটারিয়ান কবি পীর আতাউর রহমান।
সেদিনের পর দেখবোনা কালার মেচিং
ফর্মাল ড্রেস পরে খুটিয়ে খুটিয়ে হেটে
চলছেন প্রবীণ সাংবাদিক বশির আহমদ।
সেদিনের পর দেখবোনা সাদা দাড়ি
লম্বা চোখের পরিষ্কার ভ্রু স্পষ্ট প্রকাশিত
এক শ্রদ্ধাবরিত চেহারা কবি মুকুল চৌধুরী।
সেদিনের পর দেখবোনা সাহিত্য আসর
কক্ষে মুছকি হেসে রসালো ভাষায় গভীর
কথা বলছেন এক আব্দুল হামিদ মানিক।
সেদিনের পর দেখবোনা সাদা ফাইল
শার্ট আর মাথায় মখমলের টুপি পরে গম্ভীর
চেহারায় কবি কর্ণেল সৈয়দ আলী আহমদ।
সেদিনের পর দেখবোনা বাংলা একাডেমির
পাটের থলি কাধে নিয়ে অপার ভঙিমায় চলা
গল্পকার সিলেটের একমাত্র সেলিম আউয়াল।
সেদিনের পর দেখবোনা গোল চশমা ঠেলে
কবিতার প্রাণে খামচে ধরে তুখোড় সমালোচনা
করে যাচ্ছেন একজন কবি বাছিত ইবনে হাবিব।
সেদিনেরপর দেখবোনা কেমুসাসের মঞ্চে
যুক্তির বর্ষণে কথার শক্তিমান বুলেট ছুড়ছেন
এক আলোকিত পুরুষ কবি মুসা আল হাফিজ।
সেদিনের পর দেখবোনা কাঁধে ব্যাগ নিয়ে
খুব ব্যস্ত চেহারায় হাটাহাটি করে চলছেন
মাঝারি শরীরের কবি গবেষক সৈয়দ মবনু।
সেদিনের পর দেখবোনা সোনালী পাঞ্জাবি
সাদা পাজামা বগলে কোনো দৈনিক কাগজ
এটা ওটা ঠিকঠাকে মশগুল দেওয়ান মাহমুদ রেজা।
সেদিনের পর দেখবোনা লম্বাচুলে ঢেওতুলা
সদা হাসিমাখা মায়ামুখের একজন তুখোড়
চাশমিশ ছড়াকার দিলওয়ার হোসাইন দিলু।
সেদিনের পর দেখবোনা শ্যামলবর্ণ হাসিফোটা
এক নির্মল চেহারায় আজ অবধি কোনো কথা হয়নি
যার সাথে সেই লম্বা চওড়া এড. আব্দুল মুকিত অপি।
সেদিনের পর দেখবোনা ভাবুক নমুনার
নিভৃতচারী একচন চেতনার ফেরিওয়ালা
আমার ভিতি রুহের কবি সারওয়ার ফারুকী।
সেদিনের পর দেখবোনা সুখে দুখে আমার
পরম অভিভাবক হাজার কোটি ঋণে আমাকে
ঋণিকরে রাখা প্রিয়মত কবি সিদ্দিক আহমদ।
সেদিনের পর দেখবোনা দেখবোনা দেখবোনা
কতশত পরিচিত মুখ ভালোবাসার রঙিন চেহারা
যেখানে কেটে যাচ্ছে ক্ষনশ্বর জীবনের রঙ কাল।
আর দেখা যাবেনা আব্দুল হক্ব, কামরুল আলম,
আলী মোহাম্মদ ইউসুফ, তোরাব আল হাবিব, মিনহাজ ফয়সল, জহির মুহাম্মদ, বাশিরুল আমিন ভাইদের।
হৃদয়ের শত টান থাকলেও আড্ডা জমানো যাবেনা তারেক মুনাওয়ার, কমরেড সালেহ, এমদাদ আলী, ইফতেখার শামীম, এসপি সেবু, ফতহুল করিম, হাসান মিসবাহ, এক্সপ্রেসের মাহমুদ পারভেজ, আব্দুল বাছিত, মুয়ায বিন এনাম, তাসনিম যায়েদ আর বুলেটের কবি মোয়াজ্জিম আল হাসানদের সাথে।
ইচ্ছের প্রচণ্ডতা থাকলেও দূর্বার ছুটে চলা
যাবেনা শাহিদ হাতিমী, মোরশেদ আশরাফ, মীম রেজওয়ান, সালেহ রাশেদ,
লোকমান হাফিজ, টি এ সোলেমান আর আহমদ হোসাইন, আলমগীরদের সাথে।
অতিরিক্ত ভদ্রতা দেখিয়ে মাথানিচু ছোট
গলায় প্রেমিক ভঙ্গিমায় কথা হবেনা নাসিমা, রুজি,
পপি,লিপি, বীথি, ইমা, আমিনা আপুদের সাথেও।
অবাক আমি তাকিয়ে থাকবোনা কেমুসাসের দেয়াল কাঁপিয়ে তুলা যাদুমাখা কণ্ঠধারিনী প্রিয়তি আমার
অস্বীকৃত প্রেমিকা গিরি নন্দিনীর আবৃত্তি দেখার জন্য।
সেদিনের পর দেখবোনা দেখবোনা দেখবোনা
হাজার হাজার প্রিয়তম মুখ আর প্রীতিময় রামধনু
রঙিলা হেচারাগুলো দেখবোনা দেখবোনা দেখবোনা।
অতএব সেদিন আমার মৃত্যু হবে ছেড়ে যাবে
জীবন গাড়ি অন্তিম ঠিকানায় কান্নার জলে লিখে যাওয়া কবিতা
ও আমায় ভুলে যাবে আমার প্রেমের পৃথিবী
ভুলে যাবে, ভুলে যাবে এবং ভুলে যাবেই
কিন্তু…