ভালোবাসার দৃষ্টান্ত দেখালেন সোহাদ রব চৌধুরী

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেট মহানগর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও পুষ্টি ফুডের এমডি সোহাদ রব চৌধুরী।
গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে সোহাদ রব চৌধুরী নির্বাচনে অংশ গ্রহন করেন। নির্বাচনে পরাজিত হয়েও সোহাদ রব চৌধুরী টানা ৪র্থ বারের মতো নির্বাচিত হওয়া কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীকে অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তিনি নবনির্বাচিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী’র অফিসে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন ওয়ার্ডবাসির উন্নয়ন তার পক্ষ থেকে কাউন্সিলর লোদীকে সকল প্রকার সহযোগিতার আশ^াস প্রদান করেন।
সোহাদ রব চৌধুরী ওয়ার্ডবাসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অতীতের ন্যায় আগামীতেও ওয়ার্ডবাসির জন্য সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন। তিনি সকলের ভালোবাসা ও দোয়া কামনা করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাম্মাক রাজা সাকির, আহমদ মনির চৌধুরী, ইকবাল খান, রানা আহমদ, রিয়াদ আহমদ, ইউসুফ খান, হাব্বিব, রিজু আহমদ ও লিপু প্রমুখ।