ব্যারিস্টার মীর হেলালকে কারাগারে প্রেরণে ড. এনামুল হক চৌধুরীর নিন্দা

সিলেট এক্সপ্রেস ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর চট্টলার কৃতি সন্তান ব্যারিস্টার মীর হেলালকে সাজানো মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।
এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, সারা দেশে সরকারের বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের অংশ হিসেবেই ব্যারিস্টার মীর হেলালকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। যা একদলীয় শাসন ব্যবস্থার বহিঃপ্রকাশ। তিনি অবিলম্বে ব্যারিস্টার মীর হেলালের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। বিজ্ঞপ্তি