বৈষম্যের অবসান
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৮
আপডেট : ২ বছর আগে

অনিন্দ্য আনিস:
অতপর
সেই থেকে
সাবালক জীবন কেটে যাচ্ছে মাইমাল মৌয়াল দিন মুজুর বাদার কাঠুরিয়ার সাথে, কামলা দিয়ে।
প্রত্যেক দিন চিড়ে চ্যাপ্টা দেহে গামছায় বাঁধি অনাহারী সন্তানের ক্ষুধা।
অতপর,বউ
ভেজা কাঠে উনুনে ধুয়ার আগুনে রাঁধতে থাকে পেটের শান্তনা।
দিনের সমাপ্তি শেষে রাত্রি আসে
নোংড়া দুর্গন্ধময় পরিবেশে দিন আসে দিন যায়।
কত পুরুষ গেছে এভাবে এই পথে—
কোন আশা, তার আশায় বাঁধতে পারেনি
ঘর।
বউ ছেলে মেয়েরা দূরের ঝলমলে সভ্য বসতির দিকে মাঝে মাঝে চেয়ে থাকে
আর মনে মনে ভাবে কবে কোন দিনে সাম্যের গান বাতাসে বাতাসে সুখের খবর ছড়িয়ে দেবে।
মানুষ মানুষের পাশে দাঁড়াবে,ফুলে ফুলে হেসে ওঠবে বাগান জোছনার মতো।
সে দিন কত দুরে—
আমার জীর্ণ বসতি আনন্দে ভরে যাবে।