বেঁচে থাকার ঈদ
প্রকাশিত : ২৪ মে, ২০২০
আপডেট : ৮ মাস আগে

আহমদ জুয়েল :
রমজান মাস শেষে চাঁদ দিলো উঁকি
ভেদাভেদ ভুলে আজ সুখী কিবা দুখী
সাম্যের স্লোগানের সুর ধনী তুলে
ধরাটাতে যাক ভরে সুভাসিত ফুলে।
ভালো থেকে নিজে আজ, ভালো রেখে সব
আপনাতে ভাগাভাগি করি উৎসব
নিজ নিজ খুশিটাকে নিজ মাঝে রেখে
পৃথিবীটা নতুনের রূপ দিয়ে এঁকে।
ঘরে থেকে ভালো রেখে চারিপাশ আর-
জীবনের গতিপথ আরো বাড়াবার
চাঁদ আজ বলে যায় শুনতে তো পাই
বেঁচে থাকা এর চেয়ে বড় ঈদ নাই।