বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সিলেট স্টেডিয়ামে উম্মুক্ত কনসার্ট

2 - 2Shares
মন্ত্রি পরিষদ বিভাগএবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্দেশনা মোতাবেক সারাদেশে তৃতীয়বারের মতো উদযাপিত হতে চলেছে “ডিজিটালবাংলাদেশদিবস ২০১৯”। “সত্য মিথ্যা যাচাই আগে,ইন্টারনেটে শেয়ার পরে” এই প্রাতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি আয়োজন করা হচ্ছে। দিবসটিকে স্বতঃস্ফূর্ত উদযাপন এবং তাৎপর্যপূর্ণ করে পালনের লক্ষ্যে প্রতিটি বিভাগের ন্যায় সিলেট বিভাগেও আয়োজন করা হচ্ছে “কনসার্ট ফর বাংলাদেশ”। মূলত তরুণদেরকে আইসিটি কার্যক্রমে উজ্জীবিত করা এবং আরও তথ্য প্রযুক্তি নির্ভর করা এই কনসার্টের মূল লক্ষ্য। এছাড়াও বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে দেশের তথ্য প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরা এই কনসার্টের অন্যতম একটি উদ্দেশ্য।
আগামী ১২ ডিসেম্বর ২০১৯ বিকেল পাঁচটায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই কনসার্টে সিলেটের প্রসিদ্ধ শিল্পী এবং একটি ব্যান্ডদলের পরিবেশনার পাশাপাশি সংগীত পরিবেশন করার জন্য আসবেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সাড়া জাগানো ব্যান্ডদল “জলেরগান”।
কনসার্টটি সর্বসাধারণের উপভোগের জন্য উন্মুক্ত থাকবে।
2 - 2Shares