বীর মুক্তিযোদ্ধা অজয় ঘোষের মৃত্যুতে মেয়র আবুল কালাম চৌধুরীর শোক

সেলিম মাহবুব,ছাতক
ছাতকে পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগ নেতা অজয় ঘোষের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। শোকাহত পরিবারর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। এক বিবৃতিতে মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, দেশের সূর্য্য সন্তান বীর মুক্তিযোদ্ধা অজয় ঘোষ ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সাদা মনের মানুষ। স্পষ্টবাদী এ মানুষটির জীবনদশায় ন্যায়ের পথে ছিল তার অবস্থান। সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে তার অবদান ছিল উল্লেখযোগ্য। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও মুক্তিযোদ্ধাদের প্রতি তার হৃদয়ের টান ছিল চোখে পড়ার মতো। বীর মুক্তিযোদ্ধা অজয় ঘোষ একজন দক্ষ অভিভাবকের মতো সব সময়ই তাকে ভালো পরামর্শ দিয়ে আসছিলেন। তাকে হারিয়ে তিনি একজন অভিবাবক, রাজনৈতিক সহকর্মী এবং একজন আন্তরিক শুভাকাংখিকে হারিয়েছেন বলে তিনি মন্তব্য করেছেন। তার এ শূন্যস্থান কখনো পূরনীয় নয়। পরপাড়ে ভালো থাকার জন্য পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে তিনি প্রার্থনা করেন।##