বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাশিস র্যালি

“শিক্ষার অধিকার মানে যোগ্য শিক্ষকদের অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে সিলেটে বিশ্ব শিক্ষক দিবস। শুক্রবার সকাল ১০টায় এ উপলক্ষে সিলেট নগরীর রাজা জি সি হাই স্কুল থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক বিরাট র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সভায় মিলিত হয়।
বাশিস মহানগরের সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে ও মহানগর সচিব জিয়াউর রহমান এবং জেলা সাংগঠনিক সচিব মো. আব্দুল মুমিতের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাশিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ এইচ এম ইসরাইল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাশিস সিলেট জেলা সচিব শমসের আলী, বালাগঞ্জ উপজেলা বাশিস সচিব লুৎফুর রহমান চৌধুরী, কোম্পানিগঞ্জ উপজেলা বাশিস সচিব জাহেদ আলী, বিয়ানীবাজার উপজেলা সচিব আব্দুল দাইয়ান, বাশিস সিলেট মহানগরের অতিরিক্ত সচিব ফয়ছল আহমদ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজা জিসি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, শাহজালাল জামেয়ার সহকারী প্রধান শিক্ষক মোস্তাফা কামাল, কায়স্থরাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহি উদ্দিন, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, সাহেবের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনর রশিদ, পাঠান টুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বাশিস নেতা ননী গোপাল রায়, রাজা জি সভায় বক্তারা বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ন্যায্য দাবী তথা চাকুরী জাতীয় করনের দাবী মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী নিকট বিনীত অনুরোধ জানান। বক্তারা আরো বলেন, দেশের শতকরা ৯০% মাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষদানে নিয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের চাকুরী জাতীয় করনের দাবী দীর্ঘদিনের। দেশের দক্ষ জনশক্তি তৈরীতে মাধ্যমিক শিক্ষা অপরিহার্য। এই অপরিহার্য কাজের উন্নতির উপর দেশের উন্নয়ন নির্ভরশীল। বক্তারা উল্লেখ করেন যে, এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকারা জাতীয় বেতন স্কেলের শতকরা ২৫% দুই ঈদে উৎসব ভাতা পেয়ে থাকেন। বক্তারা চলতি অর্থ বছর থেকে দুটি পূর্ণ বোনাস প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।