বিশ্বনাথে নিজের বুকে গুলি চালালেন পুলিশ সদস্য
প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০
আপডেট : ১২ মাস আগে

সিলেটের বিশ্বনাথে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তপু দেবনাথ (১৯) নামের এক পুলিশ সদস্য।
সোমবার রাত ৮টার দিকে থানা ভবনের ছাদে গিয়ে চাইনিজ রাইফেল দিয়ে নিজের বুকে গুলি চালান।
গুরুতর আহত অবস্থায় থাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, কী কারণে সে আত্মহত্যার চেষ্টা করেছে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।