বিশ্বনাথে নবাগত ইউএনও’র সাথে মেরিট কেয়ার স্কুল শিক্ষকদের স্বাক্ষাত

বিশ্বনাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল চৌধুরীর সাথে সৌজন্য মতবিনিময় করেছেন উপজেলার সর্ব্বোচ্য জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলীরা। বুধবার (২৮ আগষ্ট) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তারা মিলিত হন। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও পরিচালক মনোয়ার হোসেনের নেতৃত্বে মতবিনিময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল চৌধুরী প্রতিষ্ঠানের প্রতি বছরের ফলাফলের ভূয়সী প্রশংসা করেন। পরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন তারা।
শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল কাজল কুমার দে, সহকারী শিক্ষক টিটু রায়, কামরান আহমদ, তোফায়েল আহমদ, আতিক আহমদ, নিপা রাণী দে, অঞ্জলী সিলসিলা মন্ডল, পান্না দাশ, অর্চনা ভোগ, ইয়াসমিন বেগম, লাভলী বেগম ও অফিস সহকারি আকলিমা বেগম। বিজ্ঞপ্তি