বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান সহ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : সিলেট জেলা বিএনপির নিন্দা

8 - 8Shares
সম্প্রতি অনুষ্ঠিত বিশ^নাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খান সহ ১৫৫ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা বিএনপি। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এখন দিনের বদলে রাতে ভোট বাক্স ভরে রাখা হয়। বিগত সংসদ নির্বাচনে সরকারের নজিরবিহীন মধ্যরাতের ভোট ডাকাতির উৎসব গোটা বিশ^বাসী দেখেছে। এখন বিভিন্ন স্থানে উপনির্বাচনেও সরকারের ভোট ডাকাতি অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর বিশ^নাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকারী দলের ভোট ডাকাতি ও ষড়যন্ত্র উপেক্ষা করেও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এমাদ উদ্দিন খান বিজয়ী হন। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এক অতিউৎসাহী সদস্য নিজে বাদী হয়ে নির্বাচনের পরদিন শুক্রবার রাতে বিশ^নাথ থানায় নবনির্বাচিত চেয়ারম্যান সহ ৩৫ জন দলীয় নেতাকর্মীর নামোল্লেখ করে আরো ১০০/১২০ জনকে অজ্ঞাত আসামী করে নির্বাচনের দিন পুলিশের উপর হামলা, নির্বাচনী সরঞ্জাম বহকারী গাড়ি ভাংচুর ও সরকারী কাজে বাধা দেয়ার কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেন। যা সরকার কর্তৃক বিরোধী নেতাকর্মীদের উপর দমন-পীড়নের বহিঃপ্রকাশ। এধরনের ফ্যাসিবাদী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি। অন্যথায় বিশ^নাথবাসী সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকান্ডের দাঁতভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে।
8 - 8Shares