বিশ্বনাথের কনস্টেবলকে ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি

সিলেটের বিশ্বনাথ থানায় নিজের অস্ত্র (চাইনিজ রাইফেল) দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালানো কনস্টেবল তপু দেবনাথ (২২)-কে উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বনাথ থানার ওসি মো: শামীম মুসা এ তথ্য জানিয়ে বলেন, মাত্র দেড় বছর আগে পুলিশ কনস্টেবল পদে (নং ৭৮১)। যোগ দেয় তপু। প্রয়োজনীয় প্রশিক্ষণশেষে চারদিন আগে সে বিশ্বনাথ থানায় যোগ দেয়। তিনি জানান, প্রেমঘটিত কারণেই তপু আত্মহননের চেষ্টা চালায়। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে বলে জানান তিনি।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় থানা পুলিশের ব্যারাকের ছাদে আত্মহত্যার চেষ্টা চালায় ওই কনস্টেবল। প্রথমে তাকে বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবা তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। খবর পেয়ে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কনস্টেবল তপু মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাশিনগর গ্রামের তমাল দেবনাথের পুত্র।
শেয়ার করুন